বিনোদন ডেক্স :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আশিকি’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। ব্যতিক্রমী গল্প ও নির্মাণশৈলীর সমন্বয়ে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
‘আশিকি’ নাটকের গল্প এগিয়েছে মধ্যবিত্ত পরিবারের এক স্বপ্নবান তরুণ আশিককে কেন্দ্র করে। বাবার স্বপ্ন পূরণে সে শহরে এসে ভর্তি হয় কলেজে। তার হৃদয়ে আছে গানের প্রতি গভীর টান—স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হওয়ার। কলেজজীবনে তার পরিচয় ঘটে এক ধনাঢ্য পরিবারের মেয়ে জেস-এর সঙ্গে। কিন্তু এই গল্পে নেই চিরাচরিত প্রেম, বিয়ে বা পালিয়ে যাওয়ার নাটকীয়তা। বরং গল্পটি মোড় নেয় এক জটিল আবেগ, আত্মত্যাগ ও বাস্তবতার করুণ বাঁকে।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম এবং চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার। প্রযোজনায় ছিলেন এসকে সাহেদ আলী পাপ্পু। নির্মাতা ইমরোজ শাওন জানান, “এই নাটকে একজন শিল্পীর স্বপ্নপূরণের সংগ্রাম যেমন আছে, তেমনি আছে একটি অসম প্রেমের জটিল রূপ। বাস্তবতা ও আবেগের মিশেলে তৈরি হয়েছে নাটকটি।”
ঈদ উৎসব উপলক্ষে সিএমভি এক ডজন নাটক ও টেলিছবি প্রকাশের উদ্যোগ নিয়েছে। ‘আশিকি’ সেই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে। নাটকটি ঈদের দিন থেকে দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
মানবিক আবেগ, সাংগঠনিক বাস্তবতা এবং শিল্পীসত্তার টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘আশিকি’ হতে পারে এবারের ঈদে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।








