বিনোদন প্রতিবেদক :
দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস এবং বলিউড কুইন দীপিকা পাডুকোন—বর্তমান ভারতীয় চলচ্চিত্রের দুই প্রভাবশালী নাম। একজন দক্ষিণ ভারত জয় করে বলিউডে দাপট দেখাচ্ছেন, অন্যজন বলিউড ছেড়ে দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয়তা অর্জন করছেন।
গত বছর ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা যায় এই দুই সুপারস্টারকে। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়ে দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়ায়। এবার এই সফল জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন বলিউডের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমার নাম ‘স্পিরিট’।
সন্দীপের ঝুলিতে সিনেমা কম হলেও প্রতিটি ছবিই ছিল বক্স অফিস সাফল্যের উদাহরণ। তার সিনেমায় কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা বিরল। তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন দীপিকা পাডুকোন। শুরু থেকেই সন্দীপের পছন্দ ছিলেন দীপিকা, কিন্তু তিনি ‘স্পিরিট’-এর প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
তবে দীপিকাকে পাওয়ার অপেক্ষায় ছিলেন পরিচালক। সন্তান জন্মের পর আবারও প্রস্তাব পাঠান তিনি, আর এবার দীপিকাও রাজি হয়েছেন। সন্তান জন্মের প্রায় এক বছর পর কাজে ফিরছেন দীপিকা, আর সেই প্রত্যাবর্তনের শুরুটাই করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা দিয়ে।
প্রভাস এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ। দীপিকার সঙ্গে আবারও পর্দা ভাগাভাগি করার সুযোগে দারুণ উৎসাহিত তিনি। অন্যদিকে, সন্দীপের সঙ্গে এটাই দীপিকার প্রথম কাজ—যা তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে উঠতে পারে। ‘স্পিরিট’-এ তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবরে। মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৭ সালের প্রথমদিকে।
এদিকে দীপিকা পাডুকোনের পেশাগত ব্যস্ততা তুঙ্গে। শাহরুখ খানের সঙ্গে তার দীর্ঘদিনের রসায়ন এবার নতুন মোড় নিচ্ছে ‘কিং’ সিনেমায়। এখানে শাহরুখকন্যা সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। চুক্তি সম্পন্ন, শিগগিরই শুরু হচ্ছে শুটিং।
শুধু চলতি বছরই নয়, ২০২৬ সাল পর্যন্ত দীপিকার শিডিউল প্রায় পূর্ণ। জানা গেছে, তিনি যুক্ত হচ্ছেন শাহরুখের ‘পাঠান ২’ এবং প্রভাসের সঙ্গে ‘কাল্কি-২’-এর মতো বহুল প্রতীক্ষিত প্রকল্পেও। যদিও এ দুটি সিনেমা নিয়ে তিনি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
বলিউড ও দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির এই ক্রসওভার জুটির নতুন সিনেমা ‘স্পিরিট’ যে ভারতীয় সিনেমায় বড় ঘটনা হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।








