Home রাজনীতি গণতন্ত্র ফিরতে বিলম্ব হলে সংকট আরও বাড়বে: আমীর খসরু

গণতন্ত্র ফিরতে বিলম্ব হলে সংকট আরও বাড়বে: আমীর খসরু

103
0
blank

নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্র ফিরতে বিলম্ব হলে দেশে চলমান সংকট আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৬ মে ২০২৫) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান।

আমীর খসরু বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকব গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই। কিন্তু এ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, ততই সংকট ঘনীভূত হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র যতদিন অনুপস্থিত থাকবে, ততদিন মিডিয়ার স্বাধীন ভূমিকা পালনে বাধা আসবে। অগণতান্ত্রিক শাসকগোষ্ঠী মিডিয়ার ওপর চাপ প্রয়োগ করে টিকে থাকতে চায়, যা আমরা প্রত্যক্ষ করেছি।”

গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে খসরু বলেন, “গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে—যার মধ্যে মিডিয়ার স্বাধীনতাও অন্তর্ভুক্ত।”

তিনি মনে করিয়ে দেন, “মিডিয়ার কাজ জবাবদিহি নিশ্চিত করা, ঠিক যেভাবে সংসদে জবাবদিহি হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়ার দায়িত্বকে অবজ্ঞা করা যাবে না।”

রাজনীতিবিদদের সহনশীলতা প্রসঙ্গে আমীর খসরু তারেক রহমানের একটি কার্টুন প্রকাশের প্রসঙ্গ টেনে বলেন, “তারেক রহমান ওই কার্টুন দেখে রাগান্বিত হননি। বরং বলেছেন, ‘সমালোচনা করেই তো আন্দোলন করেছি—যাতে আমার বিরুদ্ধেও কেউ কথা বলতে পারে।’ আমাদের রাজনীতিকদের এমন সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, “আমাদের বক্তব্য যেখানে ঠাঁই পেত না, সেখান থেকে ডিআরইউ আমাদের জায়গা দিয়েছিল। তখনকার সাহসী ভূমিকাই সাংবাদিকদের প্রকৃত অবস্থান।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

ডিআরইউ’র এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল—”ঐক্য-সমৃদ্ধি”, যা বর্তমান প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন আমীর খসরু।